How can start newers freelancing?
35 thousand of the country
Information technology engineer is working
Thousands of people around the world
To the organization.
They are doing their jobs online.
Also involved in outsourcing
There are more than a million youngsters.
The numbers are increasingly increasing.
But many people do not understand
Falling down to freelancing.
But to get success
Need to know something important.
Freelancing key
Outsourcing and Freelancing Words
Although we understand the same thing, the meaning is two
And there are functional differences.
Outsourcing
That means no work of yourself
One by one to another
Have taken Freelancing and Freelancing
To say, work independently or independently
Is meant to be.
Freelancing issue online
Being, the Internet
You work with others
And do the job
In exchange you get certain money. Other
Traditional jobs in the sense
Doing things out of your own way
Name is Freelancing or Free Occupation.
And who is involved in this profession
Tell Him Freelancer
She is an organization of
Not a job
How to start: Any work
If you want to start
The first of all is the need for skill.
Even though freelancing is coming to the profession
Any of you
To achieve a field skill
have to do. Freelancer
Act as
If you want to communicate
Must be perfect,
English proficiency in this field
Take it. Freelance
More than five hundred in the marketplaces
There are kinds of work,
Like any one likes
You have to take More
Career Field Preferences
In case you have to do that work
Whether there is interest, carrier
Whether you can take it as well,
What could be the future?
Consider some related topics
Will have to bring. The beginning of the decision
Will be original work, skill development.
Various for skill development
Resource
Can be learned from. Online
The resources are step by step
Because the new ones are not available
Can not make a profit.
To learn well or not
If this happens to be successful quickly
Those who are successful in the sector
Guidelines need to be taken. Since
Personal Freelancer More
Can not give time. So whatever
Freelancer trained them
Get training from nearby.
And such a company is no more
Foundation Those who are helpless and
Tireless orphans,
Poor child primary
You're going to train.
That's totally free again.
Gradually developing them
As Freelancer
Apart from Advance
Training for three months at the end
Its arrangement. Work
Once learned, online
Marketplace such as ODesk,
Freelancer, this kind of Ilyans
Work on popular sites
you can do.
Keep Eyes Creative
And quality work
Your job
Creativity and Quality
If you do not sit then it will not be.
See others work,
How they work
See Resources. There are so many in the nets
Quality job site
Have to work from where
Get ideas. One does not exist
The work is done together by doing a few tasks
You can complete the quality.
Some quality work sites,
For example: for graphics design
Http://graphicriver.net website
For template design: http: //
Themeforest.net For 3D Design:
You can see http://3docean.net.
What can be done on the Internet
The work that is possible on the Internet,
All of them can do one
Freelance outsourcing staff
Many people think,
Outsourcing Only Website
Design and development
It is limited to things like.
There are many types of online marketplace
Have work. A freelancer her
Work related to skills according
you can do. All of them are
Web development, web design,
Software / Applications
Development, Blog / Article
Writing, Data Entry, Graphics
Design, Customer Support, Sales /
Online marketing, online
Survey, Project Management
Etc. Those who are web development
And want to design
They are WordPress, CSS,
Like PHP, HTML, Joomla!
According to the division
You can choose. Software
Desktop for development
Apps, mobile apps
You can select.
Those who are proficient in English
You can write any text
They Blog / Article
You can do the writing. At
Case for any blog post
Or the review can be done.
Data entry
In the case of PDF
To edit Excel Sheet,
Captcha entry etc. Graphics
Design
In case of the Adby Illustrator,
Photoshop etc. Anything else
You can select. Popular
Another thing is sales
Search in the marketing category
Engine optimization.
What is needed:
The mainstream success of freelancing
I have talent or skill. Patience
Have to stay. Ours
The freelancer's chief
The problem is not known in English or less
Know As foreign buyers
Regular contact with,
So in the English language
Must have skills.
Otherwise the need for buyer is easy to understand
Is not it. Your problem also
Difficulties to explain to him
Read. Those who are weak in English
They will not be afraid to say so.
You are actually trapped
Need to know English. Such
In order to learn English, two to three
It will take months.
Strict for getting a good rating
To work hard
Have a mentality. Quick work
For your a goodman
Computers and High Speed Internet
Must have connection.
Training: software or website
Development or content
Whatever the development,
Enough knowledge about that
Have to stay.
Know the matter well
Training can be taken.
Since the marketplace
No work without having the skills
Can not be done, so the skill is achieved
The first step to start freelancing. Your
Overall work on choice
To achieve the skill. Your
Increasing work quality
You have to learn to work.
In the work hours
নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারে?
দেশের ৩৫ হাজার
তথ্যপ্রযুক্তি প্রকৌশলী কাজ করছেন
সারা বিশ্বের সহস্রাধিক
প্রতিষ্ঠানের হয়ে।
কাজগুলো অনলাইনে সারছেন তাঁরা।
এ ছাড়া আউটসোর্সিংয়ে জড়িত
আছেন লাখের বেশি তরুণ।
সংখ্যাটি ক্রমেই বাড়ছে।
তবে অনেকে না বুঝেই
ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন।
সাফল্য পেতে কিন্তু
জানতে হবে প্রয়োজনীয় কিছু বিষয়।
ফ্রিল্যান্সিং কিঃ
আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং শব্দ
দুটি আমরা একই জিনিস বুঝলেও, অর্থ
এবং কার্যগত পার্থক্য রয়েছে।
আউটসোর্সিং (Outsourcing)
মানে নিজের কাজ কোন
একটা মাধ্যমে অন্যকে দিয়ে করিয়ে
নেয়া। আর ফ্রিল্যান্সিং (Freelancing)
বলতে, মুক্ত বা স্বাধীনভাবে কাজ
করা বোঝায়।
অনলাইনে ফ্রিল্যান্সিং বিষয়টি
হচ্ছে, ইন্টারনেটের
মাধ্যমে আপনি অন্যের কাজ
করে দিবেন এবং কাজের
বিনিময়ে নির্দিষ্ট অর্থ পাবেন। অন্য
অর্থে গতানুগতিক চাকরির
বাইরে নিজের ইচ্ছেমতো কাজ করার
নামই ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা।
আর এই পেশায় যিনি জড়িত
তাঁকে বলে ফ্রিল্যান্সার।
তিনি কোনো প্রতিষ্ঠানের
চাকরিজীবী নন।
কিভাবে শুরু করবেঃ যে কোন কাজ
শুরু করতে চাইলেই সংশ্লিষ্ঠ
বিষয়ে দক্ষতার প্রয়োজন সর্ব প্রথম।
ফ্রিল্যান্সিং পেশায় আসতে হলেও
আপনাকে যেকোন
একটি ফিল্ডে দক্ষতা অর্জন
করতে হবে। ফ্রিল্যান্সার
হিসেবে কাজ
করতে চাইলে কমিউনিকেশনেও
হতে হবে পার্ফেক্ট,
এক্ষেত্রে ইংরেজির দক্ষতাও
লাগবে। ফ্রিল্যান্স
মার্কেটপ্লেসগুলোতে পাঁচ শতাধিক
ধরণের কাজ রয়েছে,
পছন্দমতো যেকোনো একটিকে বেঁছে
নিতে হবে আপনাকে। আর
ক্যারিয়ারের ফিল্ড পছন্দের
ক্ষেত্রে ঐ কাজের প্রতি আপনার
আকর্ষন আছে কিনা, ক্যারিয়ার
হিসেবে নিতে পারবেন কিনা,
ভবিষ্যৎ কেমন হতে পারে এরকম
সংশ্লিষ্ঠ কিছু বিষয় বিবেচনায়
আনতে হবে। সিদ্ধান্তে আসারপর শুরু
হবে মূল কাজ, স্কিল ডেভেলপমেন্ট।
স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন
রিসোর্স
থেকে শেখা যেতে পারে। অনলাইন
রিসোর্স গুলো স্টেপ বাই স্টেপ
পাওয়া যায়না বিধায় নতুনরা তেমন
একটা সুবিধা করতে পারে না।
ভালোভাবে শিখতে হলে কিংবা
দ্রুত সফল হতে হলে এই
সেক্টরে যারা সফল তাদের
গাইডলাইন নেওয়া প্রয়োজন। যেহেতু
ব্যক্তিগতভাবে ফ্রিল্যান্সারা বেশি
সময় দিতে পারেন না। তাই যেসব
ফ্রিল্যান্সারা প্রশিক্ষণ দেন তাদের
কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন।
আর এমনই একটা প্রতিষ্ঠান হল আর আর
ফাউন্ডেশন। যারা কিনা নিরালস ও
অক্লান্ত প্ররিশ্রম করে বিভিন্ন এতিম,
গরীব বাচ্চাদের প্রাথমিক
থেকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।
সেটা আবার পুরোপুরি বিনামূল্যে।
ধিরে ধিরে তাদেরকে গড়ে তুলছে
ফ্রিল্যান্সার হিসাবে।
এছাড়া অ্যাডভান্সদের জন্য
রয়েছে তিন মাস অন্তর অন্তর প্রশিক্ষণ
এর ব্যবস্থা। কাজ
শেখা হয়ে গেলে অনলাইন
মার্কেটপ্লেস যেমন ওডেস্ক,
ফ্রিল্যান্সার, ইল্যান্সসহ এই ধরণের
জনপ্রিয় সাইটগুলোতে কাজ
করতে পারেন।
চোখ রাখুন ক্রিয়েটিভ
এবং কোয়ালিটি কাজের ওপরঃ
আপনার কাজের
ক্রিয়েটিভিটি এবং কোয়ালিটি
নেই তাই বলে বসে থাকলে চলবে না।
অন্যদের কাজ দেখুন,
তারা কিভাবে কাজ করে সেগুলোর
রিসোর্স দেখুন। নেটে এমন অনেক
কোয়ালিটি কাজের সাইট
আছে যেখানে থেকে কাজের
আইডিয়া পাবেন। একটি না হোক
কয়েকটি কাজকে একত্রে করে কাজটি
কোয়ালিটি সম্পন্ন করতে পারবেন।
কিছু কোয়ালিটি কাজের সাইট,
যেমন: গ্রাফিক্স ডিজাইনের জন্য
http://graphicriver.net ওয়েবসাইট
টেম্পলেট ডিজাইনের জন্য: http://
themeforest.net থ্রিডি ডিজাইনের জন্য:
http://3docean.net দেখতে পারেন।
ইন্টারনেটে যা করা যায়ঃ
ইন্টারনেটে যেসব কাজ করা সম্ভব,
তার সবই করতে পারেন একজন
ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মী।
অনেকে মনে করেন,
আউটসোর্সিং কেবল ওয়েবসাইট
ডিজাইন এবং ডেভেলপমেন্টের
মতো কাজগুলোতেই সীমাবদ্ধ।
অনলাইন মার্কেটপ্লেসে অনেক রকম
কাজ থাকে। একজন ফ্রিল্যান্সার তাঁর
দক্ষতা অনুযায়ী সংশ্লিষ্ট কাজ
করতে পারেন। এসবের মধ্যে রয়েছে_
ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন,
সফটওয়্যার/অ্যাপ্লিকেশন
ডেভেলপমেন্ট, ব্লগ/আর্টিকেল
রাইটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিকস
ডিজাইন, কাস্টমার সাপোর্ট, সেলস/
অনলাইন মার্কেটিং, অনলাইন
সার্ভে, প্রজেক্ট ম্যানেজমেন্ট
ইত্যাদি। যাঁরা ওয়েব ডেভেলপমেন্ট
ও ডিজাইন করতে চান
তাঁরা ওয়ার্ডপ্রেস, সিএসএস,
পিএইচপি, এইচটিএমএল, জুমলাসহ পছন্দ
অনুযায়ী বিভাগ
বেছে নিতে পারেন। সফটওয়্যার
ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেস্কটপ
অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপস
নির্বাচন করতে পারেন।
যাঁরা ইংরেজিতে দক্ষ ও
যেকোনো লেখা লিখতে পারেন
তাঁরা ব্লগ/আর্টিকেল
রাইটিং করতে পারেন। এ
ক্ষেত্রে কোনো ব্লগের জন্য পোস্ট
বা রিভিউ রাইটিং করা যাবে।
ডাটা এন্ট্রির
ক্ষেত্রে রয়েছে পিডিএফ
থেকে এক্সলে শিট সম্পাদন,
ক্যাপচা এন্ট্রি ইত্যাদি। গ্রাফিকস
ডিজাইনের
ক্ষেত্রে অ্যাডবি ইলাস্ট্রেটর,
ফটোশপ ইত্যাদি যেকোনো বিষয়
নির্বাচন করতে পারেন। জনপ্রিয়
আরেকটি বিষয় সেলস
মার্কেটিং ক্যাটাগরিতে সার্চ
ইঞ্জিন অপটিমাইজেশন।
যা প্রয়োজনঃ
ফ্রিল্যান্সিংয়ে সফলতার মূলমন্ত্র
হলো মেধা বা দক্ষতা। ধৈর্যও
থাকতে হবে। আমাদের
ফ্রিল্যান্সারদের প্রধান
সমস্যা ইংরেজি না জানা বা কম
জানা। যেহেতু বিদেশি বায়ারের
সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয়,
সে জন্য ইংরেজি ভাষায়
দক্ষতা থাকা প্রয়োজন।
নতুবা বায়ারের প্রয়োজন বোঝা সহজ
হয় না। আপনার সমস্যাও
তাঁকে বুঝিয়ে বলতে অসুবিধায়
পড়বেন। ইংরেজিতে যাঁরা দুর্বল
তাঁরা তাই বলে ভয় পাবেন না।
আপনার আসলে চলনসই
ইংরেজি জানা প্রয়োজন হবে। এমন
ইংরেজি রপ্ত করতে দুই থেকে তিন
মাস লাগবে।
ভালো রেটিং পাওয়ার জন্য কঠোর
পরিশ্রম করার
মানসিকতা রাখতে হবে। দ্রুত কাজের
জন্য আপনার একটি ভালোমানের
কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট
সংযোগ থাকতে হবে।
প্রশিক্ষণঃ সফটওয়্যার বা ওয়েবসাইট
ডেভেলপমেন্ট কিংবা কনটেন্ট
ডেভেলপমেন্ট যা-ই হোক না কেন,
সে বিষয়ে যথেষ্ট জ্ঞান
থাকতে হবে।
বিষয়টি ভালোভাবে জানতে
প্রশিক্ষণ নেওয়া যেতে পারে।
মার্কেটপ্লেসে যেহেতু
দক্ষতা থাকা ছাড়া কোনো কাজ
করা যায় না, তাই দক্ষতা অর্জনই
ফ্রিল্যান্সিং শুরুর প্রথম ধাপ। আপনার
পছন্দের কাজের ওপর সার্বিক
দক্ষতা অর্জন করতে হবে। আপনার
কাজের কোয়ালিটিকে বাড়ানোর
জন্য আপনাকে কাজ শিখতে হবে।
কাজের ফাঁকে/
No comments:
Post a Comment