Media Tunes

Media Tunes is an Online Base Media Station. Media Tunes Published Bangla & English News, Brings You Latest Bangla News Online. Get Breaking News From The Most Reliable Bangladesh Online Media.

Click On

LightBlog

Monday, July 24, 2017

স্ত্রীর ভালোবাসা পেতে স্বামীদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

স্ত্রীর ভালোবাসা পেতে স্বামীদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:

(আমার মতো বে-বিবাহিতরা শিখে রাখুন)


✓ নিজেকে দ্বীনদ্বার, পরহেজগার ও সুন্দর চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলুন।

✓ ধূমপান ও নেশা দ্রব্য থেকে পরিপূর্ণ বিরত থাকুন। মুখের দুর্গন্ধের ব্যাপারেও চরম সতর্ক থাকুন।

✓ পুরুষসুলভ আচরণ করুন। কখনোই এমন কোন কাজ করবেন না, যেটা কাপুরুষতার পরিচায়ক। মনে রাখবেন,মেয়েরা সবকিছু সহ্য করতে পারে কিন্তু কাপুরুষ স্বামী নয়।

✓ মনের ভুলেও কখনো স্ত্রীর সামনে হোক আর স্ত্রীর অনুপস্থিতিতে হোক,কখনোই অন্য কোন মেয়ের দিকে দৃষ্টি দেবেন না।

✓ টাকার জন্য ছ্যাবলামো করবেন না। পাই পাই পয়সা হিসাব করা,শ্বশুর বাড়ি থেকে যৌতুক বা উপহার চাওয়া ইত্যাদিকাজ করবেন না।

✓ যদি আপনার স্ত্রী রেগে গিয়ে আপানার সাথে চেঁচাতে থাকে, চুপ থেকে তাকে চেঁচাতে দিন। মনে করুন, এটা ঘরের একটি তোতা পাখি, এই পাখিটি #কিচিরমিচির করে চেঁচাচ্ছে আর আপনি চুপচাপ সেই কিচিরমিচির শুনছেন। দেখবেন বিবাদ অনেক কমে গেছে। পরে যখন শান্ত হবে, তখন আপনার কথা বোঝাবেন।

✓ তাহাজ্জুদ নামাজের সময় তাকে ডাকুন ও সাথে তাকেও নামাজ পড়তে বলুন। প্রতিদিন, প্রতি ওয়াক্তের নামাজে আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাদের মধ্যকার ভালবাসার ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে দেন এবং শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করেন। দোয়া অনেক কার্যকরী ঔষধ।
--

No comments:

Post a Comment

Your ADS in This Blog

Adbox