স্ত্রীর ভালোবাসা পেতে স্বামীদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
(আমার মতো বে-বিবাহিতরা শিখে রাখুন)
✓ নিজেকে দ্বীনদ্বার, পরহেজগার ও সুন্দর চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলুন।
✓ ধূমপান ও নেশা দ্রব্য থেকে পরিপূর্ণ বিরত থাকুন। মুখের দুর্গন্ধের ব্যাপারেও চরম সতর্ক থাকুন।
✓ পুরুষসুলভ আচরণ করুন। কখনোই এমন কোন কাজ করবেন না, যেটা কাপুরুষতার পরিচায়ক। মনে রাখবেন,মেয়েরা সবকিছু সহ্য করতে পারে কিন্তু কাপুরুষ স্বামী নয়।
✓ মনের ভুলেও কখনো স্ত্রীর সামনে হোক আর স্ত্রীর অনুপস্থিতিতে হোক,কখনোই অন্য কোন মেয়ের দিকে দৃষ্টি দেবেন না।
✓ টাকার জন্য ছ্যাবলামো করবেন না। পাই পাই পয়সা হিসাব করা,শ্বশুর বাড়ি থেকে যৌতুক বা উপহার চাওয়া ইত্যাদিকাজ করবেন না।
✓ যদি আপনার স্ত্রী রেগে গিয়ে আপানার সাথে চেঁচাতে থাকে, চুপ থেকে তাকে চেঁচাতে দিন। মনে করুন, এটা ঘরের একটি তোতা পাখি, এই পাখিটি #কিচিরমিচির করে চেঁচাচ্ছে আর আপনি চুপচাপ সেই কিচিরমিচির শুনছেন। দেখবেন বিবাদ অনেক কমে গেছে। পরে যখন শান্ত হবে, তখন আপনার কথা বোঝাবেন।
✓ তাহাজ্জুদ নামাজের সময় তাকে ডাকুন ও সাথে তাকেও নামাজ পড়তে বলুন। প্রতিদিন, প্রতি ওয়াক্তের নামাজে আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাদের মধ্যকার ভালবাসার ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে দেন এবং শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করেন। দোয়া অনেক কার্যকরী ঔষধ।
--
No comments:
Post a Comment