There will be no night in the world tomorrow, the light of 24 hours will be day!
আন্তর্জাতিক ডেস্ক : আকাশপ্রেমীরা এই আগস্ট মাসে বেশ ব্যস্ত। প্রথমে চন্দ্রগ্রহণ, এরপর আসছে সূর্যগ্রহণ। আর বাজারে নতুন খবর। ১২ই আগস্ট নাকি রাত নামবে না পৃথিবীতে। মানে গোটা ২৪ ঘন্টা জুড়ে শুধুই নাকি দিনের আলো থাকবে। আর সেই গোটা দিনের সৌজন্যে থাকবে পার্সিড উল্কা।
ইন্টারনেটে এখন খবরের শিরোনামে এই পার্সিড উল্কা। একটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী আপাতত ভাইরাল এই বিষয়। সমস্যা শুধু একটাই, ঘটনার থেকে রটনা বেশি হচ্ছে পার্সিড উল্কা নিয়ে। আর এই রটনাকেই অনেকে সত্যি বলে ধরে নিচ্ছেন। ফলে গল্প ছড়াচ্ছে অনেক।
পার্সিড উল্কা ঠিক কি? জানেন না অনেকেই। ধূমকেতু সুইফ্ট টাটেলের গতিপথে ফেলে যাওয়া ধুলো ও ধ্বংসাবশেষের যে রেখা তৈরি হয়, সেখান থেকে প্রতি বছর আগস্ট মাসে পৃথিবীর আকাশে দেখা যায় পার্সিড উল্কাপাত। এই ধূমকেতুর অংশ পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে ঘটে আলোর বিচ্ছুরণ। ১৭ই জুলাই থেকে এই উল্কাপাত শুরু হলেও, তা গোচরে আসেনি। বিজ্ঞানীরা বলছেন, ১২ই আগস্ট সবচেয়ে বেশি উল্কাপাত হবে। ফলে রাতের অন্ধকারকে ছাপিয়ে আলোর বৃষ্টিতে উজ্জ্বল হয়ে উঠবে পৃথিবী।
তবে রাত হবে না পৃথিবীতে। এই তত্ত্বকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন নাসার মেটিওরয়েড এনভায়রনমেন্ট বিভাগের প্রধান বিল কুক। এটা মানবসভ্যতার উজ্জলতম উল্কাপাত নয় বলে তাঁর ব্লগে জানাচ্ছেন কুক। সাধারণত উল্কার গতি ঘন্টায় ৮০-১০০ কিলোমিটার হয়। তবে এবার সেই গতি বেড়ে দাঁড়াবে ১৫০। তাই শনিবার রাত নামবে না পৃথিবীতে, এই তত্ত্ব একেবারেই ভুল। সংবাদ প্রতিদিন।
Airspace is quite busy this August. First lunar eclipse, then the solar eclipse will come. And new news in the market August 12 or the night will not come in the world. This means that there will be only 24 hours of light or daylight. And the whole day will be courtesy of Perceived Meteor.
The Perceived Meteor in News Now on the Internet. According to the information released in a national newspaper, viral is currently subject to this issue. The problem is only one, the incident is more than the perceal meteor. And many people believe that this story is true. As a result the story is spreading a lot.
What exactly is a parseed meteor? Many do not know Perceived meteorite is seen in Earth's sky in August every year, from the dust and debris that are drawn by the comet Swift Tutel. When this comet comes in contact with the Earth's atmosphere, the dispersion of light occurs. Although it started from 17th July, it did not get confused. Scientists say the 12th August will be the most meteorite. As a result, the darkness of the night will brighten the light of the earth, and the world will shine.
But there will be no night in the world. NASA Meteoroid Environment Department Chief Bill Cook, who completely blows this theory. Cook tells about his blog that he is not the brightest meteorite of humanity. Normally the metro speed is 80-100 kilometers per hour. But this time the speed will rise 150. So Saturday night will not come in the world, this theory is totally wrong. News every day.
No comments:
Post a Comment