Media Tunes

Media Tunes is an Online Base Media Station. Media Tunes Published Bangla & English News, Brings You Latest Bangla News Online. Get Breaking News From The Most Reliable Bangladesh Online Media.

Click On

LightBlog

Sunday, August 6, 2017

একটানা ৭০ মিনিট শ্যুট !

একটানা ৭০ মিনিট শ্যুট !



পৃথিবীতে অসংখ্য এক্সপেরিমেন্টাল সিনেমা তৈরি হয়েছে, এবং এখনো হচ্ছে। বছর দেড়েক আগে সুইজারল্যান্ডের নির্মাতা আন্দেস ওয়েবার্গ নামের একজনতো বিশ্বের সবচেয়ে দীর্ঘ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন। ‘অ্যাম্বিয়ান্স’ নামের ওই ছবিটির দৈর্ঘ্য ৭২০ ঘণ্টা! যা মুক্তি পাবে ২০২০ সালের ডিসেম্বরে। এমন দীর্ঘ এক্সপেরিমেন্টে না গেলেও দেশের তরুণ সিফাত আমিন আদিলও কিন্তু নিভৃতে এমনই এক চমপ্রদ ঘটনা ঘটিয়েছেন!
কি সেটা? বলছি।  তরুণ নির্মাতা সিফাত আমিন আদিল একটি ছবি নির্মাণ করেছেন।  ছবির নাম ‘মেনি আদার পিপল অর দ্যা ইনসাফিসিয়েন্ট লেন্ড’। আর এই ছবির মধ্য দিয়ে ছোট্ট অথচ বাংলাদেশের সিনেমায় একটি বিরল কাণ্ড ঘটিয়েছেন তিনি। আর সেটা হলো একটানা ৭০ মিনিট রিয়েল টাইম শ্যুট। শুধু তাই না, টানা ৭০ মিনিট শ্যুট করেছেন স্টিল ফ্রেমে এবং একই লোকেশনে। আর এই এক টেকের সিনেমায় পুরো ৭০ মিনিটই অভিনয় করেছেন মাত্র একজনই।
সম্প্রতি বান্দরবানের সাংগু নদীর তীরে শ্যুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন গোটা ইউনিট। ঝড় বৃষ্টি, দূর্গম পাহারি পথ, আঠালো মাটি কিংবা জোকের কামড় ইত্যাদি কোন কিছুই বাধা হয়ে দাড়ায়নি বলে জানিয়েছেন ছবিটির পরিচালক সিফাত আমিন আদিল। ছবির অন্যান্য বিষয় নিয়ে তার সাথে কথা বলে জানা যায়, এটা হতে যাচ্ছে এখন পর্যন্ত নির্মিত প্রথম বাংলা ছবি, যাতে বেশকিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে।
অন্যদিকে এই ছবিতে টানা ৭০মিনিট যিনি অভিনয় করেছেন, তিনি তরুণ উদীয়মান অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান। এই প্রসঙ্গে তার সাথে কথা বললে তিনি বলেন, খুবই উপভোগ করেছি কাজটা। পরিচালক আমাকে প্রথম যেদিন স্কিপ্টটা হাতে দেন, সেদিন থেকেই আমি কাজটা করার আগ্রহ জানাই। সত্যি গল্পটা অসাধারন। অনেকে ভাবতে পারেন, একটানা এতক্ষণ একজন অভিনেতা কি আর অভিনয় করবে? কিন্তু সত্যি করি বলছি, গল্পটা এতটায় আবেগের, এতটাই মায়ার যেটা না দেখলে বোঝা যাবে না।

No comments:

Post a Comment

Your ADS in This Blog

Adbox