ভিসা পেয়ে রাতেই দেশ ছাড়লেন সাকিব
ভিসা সংক্রান্ত জটিলতা শেষ করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পঞ্চম আসরে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভিসা পেয়ে রাতেই ঢাকা ত্যাগ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এদিকে, গত ২৯ জুলাই দেশ ছাড়ার কথা থাকলেও ভিসা সংক্রান্ত জটিলতায় তা আর সম্ভব হয়নি। তাই বাধ্য হয়েই এ কয়েকেদিন দেশের মাটিতে কাটাতে হয় সাকিবকে। পরে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ভিসা হাতে পেয়ে রাতেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন সাকিব।
প্রসঙ্গত, সিপিএলে ধারাবাহিক ভাবেই খেলে আসছেন সাকিব। এবারের আসরে তার দল জ্যামাইকা তলাওয়াস। এর আগে তিনি খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসে হয়ে। এ পর্যন্ত সিপিএলে বল হাতে ২১ ম্যাচে সাকিব নিয়েছেন ২৩ উইকেট। আর ব্যাট হাতে রান করেছেন ১৮২।
No comments:
Post a Comment