Media Tunes

Media Tunes is an Online Base Media Station. Media Tunes Published Bangla & English News, Brings You Latest Bangla News Online. Get Breaking News From The Most Reliable Bangladesh Online Media.

Click On

LightBlog

Sunday, August 6, 2017

এবার উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক

এবার উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক



বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম একজন ক্রিকেটে যেমন পটু, তেমনি পড়াশোনাতেও। বরাবরই ভালো রেজাল্ট করে আসা মুশফিকুর রহিম ২০১২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ত সূচির সাথে তাল মিলিয়ে পড়ালেখাটাও ঠিক ঠাক চালিয়ে গেছেন তিনি। এবার উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।
উপমহাদেশের ক্রিকেটের উপর পড়াশোনা করেছেন মুশফিক। ডেইলি স্টারের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সফর এই অধিনায়ক।
‘আমার খেলাধুলার উপর পিএইচডি করার পরিকল্পনা ছিল এবং সেই মোতাবেক আমি সেটা শুরুও করে দিয়েছি। আপাতত আমি দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উপর পিএইচডি করার কথা ভাবছি।
শিক্ষাগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আরও জ্ঞানী হতে সাহায্য করে। একজন মানুষ হিসেবে আমি চাই আমার পরবর্তী প্রজন্ম তাদের বাবা-মায়ের দিকে লক্ষ্য করুক এবং অনুধাবন করুক শিক্ষা অর্জন কতটা গুরুত্বপূর্ণ- তা আপনি যে-ই হোন না কেন। আমার বাবা-মা সবসময়ই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছেন।’
উপমহাদেশের ক্রিকেট মুশফিকই প্রথম নন, যিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হহতে যাচ্ছেন। শ্রীলঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা আইনের উপর উচ্চ শিক্ষা নিয়েছে। মুশফিকও নিজেকে একজন শিক্ষিত ক্রিকেটার হিসেবে ভাবতে পছন্দ করেন।
‘সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলীরা উচ্চশিক্ষিত। তাই ওরা যখন কথা বলে, ওদের উপস্থিতি দেখলেই মনে হয় পরিপূর্ণ একটি ফিগার। সবাই প্রশংসা করে। এটা আমারও ভালো লাগে। আমিও চেষ্টা করি নিজেকে যতটা সম্ভব প্রেজেন্টেবল রাখতে।’

No comments:

Post a Comment

Your ADS in This Blog

Adbox